পথ ভোলা
পথ ভোলা
প্রশস্ত বুকে পরে রয় শূন্য এক খাঁচা,
অচিন পাখি গেছে উড়ে খুঁজে নতুন বাসা
ব্যাকুল মনেতে আমি বসে আছি একা,
আসে যদি পথ ভুলে এই টুকু আশা
স্বপ্ন তো স্বপ্নই বাস্তব নয় ;
আমি পাতা উল্টাই স্মৃতির খাতায়
তবু আমি পরে চলি অতীত যত,
তার সাথে মেলাতে চাই ভবিষৎ শত ।
অমিল সমীকরণ মাঝে বহু ভুল,
তাতেই মন আমার ভেবেই আকুল
হারাবার ভয় নেই এই আঁধারেতে
আবার আসবে সকাল বিশ্বাসী তাতে ।
রাকেশ দত্ত