দিশেহারা

দিশেহারা

বুকের ভিতর ভালোবাসার ডাক –
সুখগুলো সব, তোদের কাছেই থাক ;
ওই চিতাতেই ‘শান্তি’ আমার মানি ।
তোরা সেদিন খুঁজবি আমায় -জানি !

এখনো তো অনেক কাজ বাকি-
সুখ পাখিটাও দিয়েছে যে ফাঁকি ;
গিটার হাতে আমার পথচলা –
সুর ভুলেছে বোধহয় ‘আমার গলা’
আজ কেবল, একলা গান গাই –
শুন্য বুকে খুঁজছি ‘মাথা’ তাই—–

রাজনন্দিনী নন্দী দত্ত