চপ্পল
অসীম সাহা
আজ দু বছরের উপর আমার ডান ঊরুর নিচে থেকে পা পর্যন্ত জ্বালা করে।
অনেক ডাক্তার, বৈদ্য, কবিরাজ দেখালাম তেমন কোনো লাভ হোলো না। হাসপাতাল
থেকে এক অল্প বয়সী ডাক্তার তো বলেই দিলো ,”অপারেশন ছাড়া এর কোনো ওষুধ নেই।”
আমার বয়স এখন ৭৪ বছর। কয়েক বছর আগে আমার bypass সার্জারি হযে গেছে।
অপারেশন তেমন কোনো ভয়ের মনে করি না। অপারেশনে আমি ভালো হয়ে যাবো এই
গ্যারান্টি যদি কেউ দেয় তবেই আমি অপারেশনে যাব। নইলে অবস্থা যদি আরো
খারাপ হয় আমি একেবারেই অক্ষম হয়ে যাব।
সে গ্যারাণ্টি কেউ দিলো না।
অন্য স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শমতো পুরোনো x-ray আর MRI রিপোর্ট সহ
Diagnostic ল্যাবরেটরি তে যাই।
x-ray হয়ে গেছে। আমাকে পাঠানো হোলো নিচের ফ্লোরে MRI করার জন্যে। এসে দেখি
লম্বা লাইন। রুগীদের অপেক্ষা করার চেয়ারে বসে চিন্তা করছি এখন কি করি ?
কালো ব্যাগটা খুলতে নজরে পড়লো আমার পুরোনো x-ray রিপোর্ট তো ল্যাব থেকে
আনা হয়নি !
লিফটে চড়ে বসলাম। ল্যাবের দরজা খোলার আগেই সামনে দেখি এক জোড়া আমার
চপ্পলের মতই চপ্পল পড়ে আছে। ভালো ভাবে চেয়ে দেখি যে এ জোড়া তো আমারই
চপ্পল জোড়া! পায়ের দিকে চেয়ে দেখি আমার পায়ে ও তো চপ্পল নেই!
x-ray রিপোর্টের সাথে আমার চপ্পল জোড়াও ফেরৎ মিললো।